নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. হারুন (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়ায় তার ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ঢাকার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
নিহত হারুনের ভাতিজা ফাহিম ফারুক বলেন, তার চাচার সঙ্গে সর্বশেষ ঈদের আগে কথা হয়েছিল তার। তাদের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ রাখতেন না তিনি। মূলত তার চাচার কোনো ইনকাম সোর্স ছিল না। শেয়ার বাজারের ব্যবসা করে অনেক টাকা ধরা খেয়েছিলেন হারুন। যার কারণে চাচার বসবাসের জন্যে খরচের টাকা পাঠাতেন ফাহিম।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, গতকাল রাতে আমাদের থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।