টাঙ্গাইলের সখীপুরে এক রাতে সাতটি দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোর রাতে উপজেলার মার্কেটে দোকানের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে যানা যায়, নলুয়া কানু মার্কেট এলাকার পিন্টু মোল্লা, নান্নু মিয়া, আকবর মিয়া, খোরশেদ আলম, রাসেল মিয়া, শফিক মিয়া ও কামাল মিয়ার দোকানের সাটারের তালা ভেঙ্গে রাতের আঁধারে কে বা কারা দোকানের মালামাল নিয়ে যায়। এসব দোকানে মুনাহারি, বিকাশ, কসমেটিক্স, শাড়ি-কাপড়, মেডিসিন বিক্রি হতো বলে জানায় ওই এলাকার প্রভাষক শরীফুল ইসলাম।
কামাল মিয়া বলেন, আমার দোকানের পাশের দোকানে সাটারের তালা ভাঙ্গার শব্দ শুনে ওই দোকানের ভেতর ঘুমিয়ে থাকা লোকজন চিৎকার করলে আমরা এগিয়ে আসি। এসে দেখি আমার দোকান থেকে শাড়ি-লুঙ্গি, থ্রী-পিচ, সিগারেটের প্যাকেটসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
পিন্টু মোল্লা বলেন, দোকানের তালা ভেঙ্গে আমার দোকানের কসমেটিক্স, মোবাইলের কার্ড, মুনাহারি মালামাল লুট করে নিয়েছে।