এক যুগ পর ছোট পর্দায় প্রসেনজিৎ

0

দীর্ঘ বিরতির পর ফের টেলিভিশনে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার অভিনেতা হিসেবে নয়, নতুন সিরিয়াল ‘আলোর কোলে’র প্রযোজক হিসেবে বুম্বাদা ছোট পর্দায় ফিরছেন। মাতৃত্বনির্ভর এ সিরিয়ালটি প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস প্রযোজনা করেছে।

খুব শিগগিরিই জি বাংলায় শুরু হবে নতুন সিরিয়াল ‘আলোর কোলে’। এই সিরিয়ালে রয়েছেন অভিনেতা স্বীকৃতি মজুমদার, কৌশিক রায়, সমু সরকার। এই তিনজন ছাড়াও নবাগতা রিষিতা নন্দী নামের এক শিশুশিল্পী রয়েছে, যাকে ঘিরেই গল্পটি। 

এ উপলক্ষে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন হয়েছে। সাংবাদিক সম্মেলনে এসে সবাইকে চমকেই দিয়েছিলেন প্রসেনজিৎ। তিনি অবশ্য ‘প্রযোজক’ কথায় বিশ্বাসী নন। তার মতে, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যেমন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জরুরি, তেমনই জরুরি একজন প্রযোজক। এ ভাবনা থেকেই ধারাবাহিক ‘আলোর কোলে’ নিয়ে আসছেন প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।

এর আগে, বাংলা টেলিভিশনে ‘গানের ওপারে’-এর প্রযোজনা করছেন তিনি। তারপর ‘কনকাঞ্জলি’ সিরিয়ালের প্রযোজক ছিলেন। এবার প্রায় ১২ বছর বাদে ফের টেলিভিশনে ফিরলেন তিনি। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই নতুন সিরিয়াল ‘আলোর কোলে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here