আইপিএলে এক ম্যাচ খেলেই কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে ছিটকে গেলেন লিটন দাস।
রবিবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে আজ প্রথম ইনিংসে খেলার সুযোগ পাননি তিনি। লিটনকে বাদ দিয়ে নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ভিসাকে একাদশে নিয়েছে কলকাতা।
আইপিএলে দল পেলেও মাঠে নামা হচ্ছিল না লিটনের। অবশেষে আসরে দলের ষষ্ঠ ম্যাচে সুযোগ পান তিনি। কিন্তু কাজে লাগাতে পারেননি বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার। অভিষেক ম্যাচে মাত্র ৪ রান করেছেন তিনি। পরে উইকেটের পেছনেও করেছেন ভুল। ক্যাচ মিস, স্টাম্পিং মিস-এসব ছিল অনবরত। তার দল কলকাতাও হেরে গেছে দিল্লি ক্যাপিটালসের কাছে।