ছাগলনাইয়ার মনির আহম্মদ প্রকাশ আজিজকে ২৫ বোতল ফেনসিডিলের মামলায় আদালত এক বছরের সাজা দিয়েছিলেন। সেই সাজা থেকে বাঁচতে তিনি দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না তার। শুক্রবার রাতে চট্টগ্রাম হালিশহর এলাকায় ছাগলনাইয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
মনির আহম্মদ উপজেলার হরিপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, এক বছরের সাজা থেকে বাঁচতে আসামি মনির আহম্মদ দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।