ঢালিউডের সোনালি দিনের দুই জনপ্রিয় তারকা- শাবনূর ও মৌসুমী। পর্দায় দীর্ঘদিন প্রতিযোগিতামূলক উপস্থিতি থাকলেও বাস্তব জীবনে তাদের বন্ধুত্ব ও আন্তরিকতা বরাবরই আলোচনার বিষয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই তারকার আবেগঘন সাক্ষাৎ ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
গত ১৭ ডিসেম্বর ছিল শাবনূরের ৪৬তম জন্মদিন। বিশেষ দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে বর্তমানে জনপ্রিয় অভিনেতা অমিত হাসান-এর বাসায় অবস্থান করছেন শাবনূর।
শাবনূরের আমেরিকায় আগমনের খবর পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি মৌসুমী। কয়েক বছর ধরে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রিয় সহকর্মীর সঙ্গে দেখা করতে একগুচ্ছ ফুল হাতে নিয়ে অমিত হাসানের বাসায় হাজির হন মৌসুমী। দীর্ঘদিন পর মুখোমুখি হয়ে আবেগে ভেসে যান দুই তারকা, ভালোবাসায় জড়িয়ে ধরেন একে অপরকে।
এই হৃদয়ছোঁয়া মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন শাবনূর। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘অনেক দিন পর মৌসুমী আপুর সঙ্গে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’
উল্লেখ্য, ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে সালমান শাহ-এর বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর। একই বছর পরিচালক এহতেশামের চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন শাবনূর। পরের বছর ১৯৯৪ সালে তুমি আমার সিনেমায় সালমান শাহ-শাবনূর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

