দেউলিয়া হয়ে যাওয়া মার্কিন ব্যাংক সিলিকন ভ্যালির যুক্তরাজ্য শাখা প্রতীকী এক পাউন্ডে কিনে নিয়েছে ‘এইচএসবিসি’। ব্যাংকটির ব্রিটিশ স্টার্টআপগুলোকে সংকট থেকে বাঁচাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিটিশ ১ পাউন্ড বাংলাদেশি হিসেবে প্রায় ১২৭ টাকার সমান। এদিকে যুক্তরাষ্ট্রে ব্যাংকটি তহবিল জোগানোর চেষ্টা করছে। আর্থিক খাতে বড় নেতিবাচক প্রভাব ঠেকাতেও চলছে জোর চেষ্টা।
এইচএসবিসির অধিগ্রহণের আপাত সংকটের একটা সমাধান খুঁজে পেয়েছে ব্রিটিশরা। বিশ্বের অন্যতম বড় ব্যাংক এইচএসবিসি। ব্যাংকটির ২ দশমিক ৯ লক্ষ কোটি ডলারের সম্পদ আছে।
ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেন, ‘এসভিবি ইউকে’র গ্রাহকেরা এখন নিশ্চিত বোধ করতে পারেন, কারণ, একটি ব্যাংকের শক্তি-নিরাপত্তা তাদের সাথে আছে।’
সূত্র: রয়টার্স