প্রথম দিনেই ঝড় তুলেছে তামিল সুপারস্টার রজনীকান্তের সিনেমা জেইলার। মুক্তির প্রথম দিনে (১০ আগস্ট) বিশ্বব্যাপী একশ’ কোটি রুপি আয় করেছে বলে দাবি করা হয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’তে।
সিনেমার বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালার শেয়ার করা পরিসংখ্যানের বরাতে এই প্রতিবেদন করা হয়েছে। বালার দাবি, সিনেমাটি আজ শুক্রবার সকালেই ১০০ কোটি রুপি আয় অতিক্রম করেছে।
রমেশ জেইলারের আন্তর্জাতিক আয়ের পরিসংখ্যান তুলে ধরে লিখেছেন, ‘জেইলার বিশ্বব্যাপী এক দিনে তামিলনাড়ুতে ২৬ কোটি রুপি, কেরালা ৫.৮৫ কোটি রুপি, কর্ণাটক ১১.৮৫ কোটি, তেলেগু রাজ্যগুলোতে ১২ কোটি, ভারতের অন্যান্য মার্কেটে তিন কোটি রুপি ও বিদেশি বাজারে ৪০ কোটি রুপি তুলে নিয়েছে। মোট ৯৮.৭০ কোটি রুপি।’