এক দশক পর মিশর সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

0

মিশর সফর শুরু করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেলভুত কাভুসগলু। শনিবার দেশটির রাজধানী কায়রোয় পৌঁছান তিনি। 

এর মধ্যদিয়ে দীর্ঘ এক দশক পর আবারও দুই দেশের শীর্ষ দুই কূটনীতিক এক টেবিলে বসলেন।

শনিবার কায়রোয় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এ দুই কূটনীতিক। সম্মেলনে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেন, দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক যথাযথ সময়েই ঘটবে। অন্যদিকে কাভুসগলু বলেন, যত শিগগিরই সম্ভব রাষ্ট্রদূত স্তরে কূটনৈতিক সম্পর্ক শুরু হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি খুবই খুশি যে মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আমরা শক্ত পদক্ষেপে এগোচ্ছি।’ শুকরি বলেন,  রাষ্ট্রদূত পাঠানোর ব্যাপারে আমরা যথাযথ সময়েই কথা বলব। এটা  নির্ভর করছে দুই দেশের মধ্যে একটি ইতিবাচক আলোচনার ওপর।

এর আগে গত মাসের শেষের দিকে  তুরস্ক সফর করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুকরি। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর সংহতি প্রদর্শনে ওই সফর করেন তিনি। সেই সময় তার ওই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here