এক দশক পর বড় পর্দায় ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সেই মুন্নি

0
এক দশক পর বড় পর্দায় ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সেই মুন্নি

এক দশক আগে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। এতে মুন্নি চরিত্রে ছোট্ট হারশালি মালহোত্রা দর্শকের নজর কেড়েছিল। ছবিটিও পেয়েছিল ব্লকবাস্টার তকমা। 

হারশালি এখন কিশোরী। এবার দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন ‘অখণ্ডা-২’। সিনেমাটি নিয়ে গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালিকে। 

নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দেয় হারশালি। তার কথায়, মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; ছিল অনুভূতি, স্মৃতি ও হৃদস্পন্দন। দর্শক যে ভালোবাসা দিয়েছে, তা আমাকে এত দিন ধরে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। এত বছর ধরে আমি শিখেছি, বেড়ে উঠেছি এবং নিজেকে প্রস্তুত করেছি। কারণ, একদিন ফিরে আসতে পারি, শুধু সেই ছোট্ট মেয়ে হিসেবে নয় বরং সম্পূর্ণ নতুন এক অভিনেত্রী হিসেবে।

সে আরও লেখে, মুন্নি ছোট্ট ছিল, কিন্তু স্মৃতির ভেতর সে বড় জায়গা করে নিয়েছিল। এত বছর পর আবার একটি গল্প নিয়ে ফিরেছি। এবার শব্দের সঙ্গে নতুন এক আলো হয়ে ছড়াতে আসছি। প্রতিটি দৃশ্যে আমি আমার পুরো চেষ্টা ঢেলে দিয়েছি। এবারও চাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, হাততালি আর স্নেহ।

জানা গেছে, ‘অখণ্ডা-২’ সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘অখণ্ডা’-এর সিক্যুয়াল। সিনেমাটিতে বালাকৃষ্ণকে দেখা যাবে দ্বৈত চরিত্রে এবং তার বিপরীতে রয়েছেন সংযুক্তা মেনন। এ ছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন আদি পিনিশেঠি, শমনাম, প্রাজ্ঞ জয়সওয়াল, শাশ্বত চ্যাটার্জি, কবির দুহান সিং, তরুণ খান্না প্রমুখ। আগামী ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here