এক দশক পর অপূর্ব-বিন্দু জুটি

0
এক দশক পর অপূর্ব-বিন্দু জুটি

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী আফসানা আরা বিন্দু জুটি বেঁধে বেশকিছু দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন। মাঝে দীর্ঘ বিরতি দিয়ে ফের পর্দায় ফিরছেন তারা। এক দশক পর জুটি বাঁধবেন নতুন একটি ওয়েব সিরিজে।

‘তাকদীর’ ও ‘কারাগার’ খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিত এই সিরিজের নাম ‘হেডলাইন’। হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে।

সূত্রমতে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন তিনি। অন্যদিকে, এই প্রজেক্টের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন বিন্দু।

‘হেডলাইন’ প্রসঙ্গে আপাতত বিস্তারিত জানাতে নারাজ পরিচালক সালেহ সোবহান অনীম। তিনি জানান, চিত্রনাট্যের কাজ এখনো চলমান। আরও অন্তত এক মাস সময় লাগবে প্রস্তুতিতে। সবদিক থেকে সবুজ সংকেত মিললেই শুটিং শুরু হবে।

অপূর্ব-বিন্দু অভিনীত নাটকের মধ্যে রয়েছে- ‘মেঘ’, ‘মিনারেল ওয়াটার’, ‘বিলম্বিত টিকিট’ ইত্যাদি। সবশেষ ২০১৬ সালে ‘তৃতীয়জন’ নাটকে একসঙ্গে অভিনয় করেন তারা। যেটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here