এক টাকায় ইফতার বিক্রি!

0

পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র ও অসহায় পথচারীরা পাচ্ছেন মাত্র এক টাকায় ইফতার। প্রথম রোজার দিন মঙ্গলবার বিকাল ৫টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চোধুরী সড়কে মনোহরী পট্টিতে এ ইফতারের দোকানটি বসেছে। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ আয়োজন করে ‘আমরা কলাপাড়া বাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর এতে কাজ করছে বেশ কয়েজন স্বেচ্ছাসেবক। তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তাদের দোকান থেকে খেটে খাওয়া ও ছিন্নমূল রোজাদাররা এক টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন ইফতার প্যাকেট।

প্রতিটি প্যাকেটের মধ্যে আইটেম রয়েছে মুড়ি, ছোলা বুট, পিঁয়াজু, বেগুনি, জিলাপি ও খেজুর। সাথে দেওয়া হচ্ছে এক বোতল পানি। সহযোগিতা পেলে এই ‘এক টাকায় ইফতার’ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here