ছেলের মৃত্যুর সংবাদ শুনে এক ঘণ্টা পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া এলাকায়।
ছেলের মৃত্যু সংবাদ শুনে শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা এক ঘণ্টা পর মারা যান বলে জানা গেছে।
মৃতরা হলেন- উপজেলা দাদুয়া গ্রামের ছাবেদ আলী (৫৮) ও ছেলে রাব্বানী (৩৫)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন রাব্বানী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার সময় রাব্বানীর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। মৃত্যুর খবরে পরিবারে শুরু হয় আহাজারি। একইদিন রাত ১০টার সময় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবা ছাবেদ আলীও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
একইদিনে বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।