এক কেজি গাঁজার জন্য ঝুলতে হলো ফাঁসিতে

0

এক কেজি গাঁজার জন্য ঝুলতে হলো ফাঁসিতে

গাঁজা পাচারের অভিযোগে সিঙ্গাপুরে তানগারাজু সুপ্পিয়াহ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ক্ষমা প্রার্থনার পরও বুধবার ভোরে চাঙ্গি কারাগারে ৪৬ বছর বয়সী তানগারাজুকে ফাঁসি দেওয়া হয়।

তবে এই অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছে, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই এই সাজা কার্যকর হয়েছে। 

বিবিসিকে অধিকার কর্মী কার্স্টেন হ্যান বলেছেন, পরিবার বলেছে যে তারা শেষ পর্যন্ত তানগারাজুকে ছেড়ে দেবে না। এটি তাদের জন্য একটি বেদনাদায়ক অভিজ্ঞতা।

মামলা অমীমাংসিত উল্লেখ করে তিনি বলেন, মামলা এবং তানগারাজুরের বিরুদ্ধে আনা প্রমাণ সম্পর্কে পরিবারের অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে।

২০১৮ সালে তানগারাজু সুপ্পিয়াহকে মৃত্যুদণ্ড দেন দেশটির আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে গাঁজা আনার চক্রান্ত করেছিলেন তিনি।

মাদক নিয়ে বিশ্বের যে কয়েকটি দেশে কঠোর আইন রয়েছে সেগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। দেশটির দাবি, মাদককে ঠেকাতে এমন আইনের প্রয়োজনীয়তা আছে।

গত বছর মাদক বিষয়ক অপরাধে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যার মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিও ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি হেরোইন পাচার করেছেন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here