এক কাতল বিক্রি হলো ২৩ হাজার টাকায়

0

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ।

শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টায় সদর মাছ বাজারের আড়তদার রফিক খান তা ২২ হাজার টাকা খোলা ডাকে কিনে এক হাজার টাকা লাভে বিক্রি করেন।

তিনি বলেন, ২২ দিন নিষেধাজ্ঞা থাকার কারণে নদীতে মাছ ধরতে পারেননি তারা। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার দ্বিতীয় দিনে মাছটি পেয়েছেন। ওই রাতে ১২টার পরে সদর ইউনিয়নের হাজীরডাঙ্গী সংলগ্ন পদ্মা নদীতে তিনিসহ আরও দু’জন জাল ফেলেন। পরে মাছটি পান। দীর্ঘদিন পর বড় ধরনের একটি মাছ পেয়ে এই ২২ দিনের যে আর্থিক ঘাটতি ছিল তা পুষিয়ে গেল।

আড়তদার রফিক খান বলেন, তিনি এক হাজার টাকা লাভে সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী নিবাসী খোকন মোল্লার নিকট কাতলটি বিক্রি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here