হংকং সিক্সেসে নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ৪ উইকেটে জয় পেল পাকিস্তান। আজ দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে আব্বাস আফ্রিদির দল।
মং কক স্টেডিয়ামে পুল ‘সি’ এর ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ১২৩ রান সংগ্রহ করে কুয়েত। জবাব দিতে নেমে রীতিমতো ঝড় তোলে পাকিস্তান এবং ৪ উইকেটে জয় নিশ্চিত করে।
পাকিস্তানের ব্যাটিং শুরুতে কিছুটা মন্থর ছিল। তবে পঞ্চম ওভারে খেলার মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক আব্বাস আফ্রিদি। প্যাটেলকে এক ওভারে টানা ছয় ছক্কা হাঁকান এই পেসার। শেষ ওভারে আরও একটি ছক্কা মেরে রিটায়ার্ড হার্ট হন তিনি। তার আগে স্কোরবোর্ডে যুক্ত করেন ১২ বলে ৫৫ রান, যাতে ছিল ১টি চার ও ৬টি ছক্কা।
শেষ দিকে খেলার ইতি টেনে দেন শাহীদ আজিজ। শেষ ওভারে তিনটি ছক্কা ও একটি চার মারে পাকিস্তান ব্যাটার। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।
এক উইকেট ও অপরাজিত ৫৫ রানের কল্যাণে ম্যাচসেরা হয়েছেন আব্বাস।

