রাজবাড়ীর পদ্মা নদীতে ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি ৮ হাজার ৪২৮ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে অনলাইনের মাধ্যমে মাছটি বিক্রি করেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান।
তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ইসমাইল হালদারের জালে মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ১ কেজি ৯৬০ গ্রাম। মাছটি ৪ হাজার ২০০ টাকা দরে ৮ হাজার ২৩২ টাকা ক্রয় করি। পরে মাছটি বিক্রির জন্য ফেসবুকে আপলোড করি। সেখান থেকে চট্টগ্রামের এক প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা দরে ৮ হাজার ৪২৮ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন। এই মৌসুমে এটাই পদ্মার সবচেয়ে বড় ইলিশ বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নজমুল হুদা বলেন, অনেক আগে পদ্মায় বড় ইলিশ পাওয়া যেত। এখন বড় ইলিশ সেভাবে পাওয়া যায় না। বড় ইলিশ পদ্মার জেলেদের জন্য খুশির খবর।