এক অভিযানেই মালয়েশিয়ায় ১৩৪ বাংলাদেশিসহ ২৩২ অভিবাসী গ্রেফতার

0

১৩৪ বাংলাদেশিসহ ২৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। দেশটির মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চার ঘণ্টা ব্যাপী এই অভিযান চলে বুধবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত। এতে ২৪ থেকে ৭০ বছর বয়সী এসব বিদেশি নাগরিককে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়। এর আগে মোট ৩৫৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ নারী, ১৩৪ বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গ্রেফতারদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here