কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক শিব্বীর আহমেদের সুপারন্যাচারার সাইকো স্পাই থ্রিলার ‘সাইকো সিরাজ’ এখন বইমেলায় পাওয়া যাচ্ছে।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলা-২০২৪ এর দ্বিতীয় দিন বইটি মেলায় এনেছে নালন্দা প্রকাশ। বইমেলায় নালন্দা প্যাভিলিয়ন নাম্বার ১৭। এটি শিব্বীর আহমেদ দশম থ্রিলার বই, যা ২০২৪ একুশের বইমেলায় প্রকাশ করেছে নালন্দা।