‘একাকিত্বের দীপ্ত ছায়া’ শিরোনামে আজওয়াদের একক প্রদর্শনী

0
‘একাকিত্বের দীপ্ত ছায়া’ শিরোনামে আজওয়াদের একক প্রদর্শনী

শিল্পী আজওয়াদ আহমেদ-এর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘একাকিত্বের দীপ্ত ছায়া’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার গ্যালারি চিত্রক-এ উদ্বোধন করা হয়েছে। শিল্পসমালোচক ও কিউরেটর নিসার হোসেন-এর তত্ত্বাবধানে আয়োজিত এ প্রদর্শনীতে শিল্পীর নির্বাচিত চিত্রকর্মের একটি ভাবনাময় সংকলন উপস্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং অধ্যাপক জাভেদ জলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসমালোচক অধ্যাপক মঈনউদ্দিন খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুন নবী বলেন, শিল্পকর্ম মানুষের সামনে আসা প্রয়োজন এবং আজওয়াদের কাজ আরও বেশি দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। বিশেষ অতিথিরা আজওয়াদের কাজে গভীরতা, অনুভূতি ও সমকালীন শিল্পভাষার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

প্রদর্শিত চিত্রকর্মগুলো নীরবতা, একাকিত্ব ও আত্মমগ্নতার অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত, যেখানে সরাসরি বর্ণনার বদলে দর্শককে ভাবনার মাধ্যমে অর্থ খুঁজে নিতে আহ্বান জানানো হয়েছে।

প্রদর্শনীটি ১৮ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here