একাই ৪ পুরস্কার জিতলেন শুভমান

0

টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের কাছাকাছি চলে গিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু শেষ বলে এসে টাইটান্স শিবিরকে হতাশার আগুনে পুড়িয়ে পঞ্চম ট্রফি জয়ের উদযাপন করেছে চেন্নাই সুপার কিংস। যদিও এই আইপিএল জুড়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শুভমান গিল।

১৬তম আসরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা গিল ফাইনালেও দারুণ শুরু করেছিলেন। কিন্তু ২০ বলে ৩৯ রানেই তাকে ফিরতে হয়েছে। যার মাধ্যমে এবারের আসরে ৮৯০ রান করেছেন গিল। ফলে সর্বোচ্চ রানসংগ্রাহকের পুরস্কারও উঠেছে ২৩ বছর বয়সী এই ব্যাটারের হাতে।

আইপিএল আসরের ওপেনার শুভমান গিল ১৭ ম্যাচে ৮৯০ রান করেছেন। ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শুভমান। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৮৫টি চার মেরেছেন শুভমান। এছাড়া আরও দু’টি পুরস্কার উঠেছে তরুণ ওপেনারের হাতে। এই মৌসুমের ‘গেম চেঞ্জার’ এবং ‌‌‘সবচেয়ে মূল্যবান ক্রিকেটারে’র পুরস্কারও তিনিই পেয়েছেন। চার ক্যাটাগরিতে সবমিলিয়ে শুভমান পেয়েছেন প্রায় ৫২ (৪০ লাখ রুপি) লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here