এবার একাই তিন পুরস্কার জিতে নিলেন এই আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতে নেন মেসি।
২০২২ সালে আইএফএফএইচএস বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন মেসি।
মেসির নেতৃত্বে ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেন তিনি। গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেন মেসি।