একসঙ্গে সব ইসরায়েলি বন্দী মুক্তি দিতে প্রস্তুত হামাস

0

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, একসঙ্গে তারা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। এক বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছে।  

সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, আমরা এমন একটি দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত, যেখানে একসঙ্গে সব বন্দীর বিনিময় হবে। তবে এটি তখনই সম্ভব, যখন একটি চূড়ান্ত চুক্তি হবে, যা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দেবে।  

হামাসের এই প্রস্তাব এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দী মুক্তির পরিবর্তে একসঙ্গে মুক্তির পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে, গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারগুলোও তাদের স্বজনদের একবারেই মুক্তির দাবি জানিয়েছে।  

নিরস্ত্রীকরণ ও গাজা ছাড়ার শর্ত মানবে না হামাস

বিবৃতিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে সংগঠনটি সরিয়ে দেওয়ার ইসরায়েলি দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়ার ইসরায়েলি শর্ত একটি হাস্যকর মানসিক চাপের কৌশল। প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করা বা গাজা থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, গাজার ভবিষ্যৎ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হবে, কোনো বাহ্যিক চাপের মাধ্যমে নয়। 

এদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার বন্দী বিনিময়ের সময় তিনজনের পরিবর্তে ছয়জন বন্দীকে মুক্তি দেওয়া হবে।  

হাজেম কাসেম বলেন, মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং চুক্তির শর্তাবলি বাস্তবায়নে আমাদের আন্তরিকতা প্রমাণের জন্য বন্দী মুক্তির সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। বিনিময়ে, ইসরায়েলও কিছু বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে যাবজ্জীবন বা দীর্ঘ মেয়াদে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও থাকবেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here