একদিনে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পেল ভারত

0
একদিনে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পেল ভারত

হংকং সিক্সেস টুর্নামেন্টে যেন জিততে ভুলে গেছে ভারত। টুর্নামেন্টে একের পর এক বিব্রতকর অভিজ্ঞতা হচ্ছে তাদের। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পর এবার নেপালের বিপক্ষেও হেরে গেল দিনেশ কার্তিকের দল।

শনিবার (৮ নভেম্বর) তারা একই দিনে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মতো দলের কাছে হেরেছে। ফলে বোল ফাইনালেও হয়তো খেলা হবে না তাদের।

এদিন প্রথম ম্যাচে মংককের মিশন রোড গ্রাউন্ডে কার্তিক-রবিন উথাপ্পারা প্রথমে কুয়েতের মুখোমুখি হয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে কুয়েতের শুরুটা ভালো হয়নি। ১২ রানে ২ উইকেট হারায় তারা। পরে বিলাল তাহির ও অধিনায়ক ইয়াসিন প্যাটেলের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ ওভারে ১০৬ রানের বড় পুঁজি পেয়ে যায় তারা। বিলাল ৯ বলে ২৫ এবং ইয়াসিন ১৪ বলে ৫৮ রান করেন। ভারতের পক্ষে ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন।

জবাবে ভারত প্রথম বলেই রবিন উথাপ্পার উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই অলআউট হয় ৭৯ রানে। ২৭ রানে পরাজিত দলটির পক্ষে অভিমন্যু সর্বোচ্চ ২৬, শাহবাজ নাদিম ১৯ ও প্রিয়াঙ্ক পাচল ১৭ রান করেন। কুয়েতের হয়ে ৩ উইকেট শিকার করেন ইয়াসিন প্যাটেল।

সাময়িক বিরতি দিয়ে ভারত আবার আরব আমিরাতের বিপক্ষে নামে। এতে আগে ব্যাট করতে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। ভারতের হয়ে অভিমন্যু ১৬ বলে ৫০ এবং অধিনায়ক কার্তিক ১৪ বলে করেন ৪৬ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে খালিদ শাহ এর ১৪ বলে ৫০ রানে ১ বল হাতে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আমিরাত। ৪ উইকেট হাতে রেখেই জয় পায় তারা। দলের পক্ষে সাঘির খান ১১ বলে ৩১ ও মোহাম্মদ আরফান করেন ২০ রান। 

দুপুরের মং কংয়ের মিশন রোড মাঠে শেষ ম্যাচে নেপাল এর মুখোমুখি হয় ভারত। প্রথমে ব্যাট করে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান করে নেপাল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারে দিনেশ কার্তিকের দল। এই জয়ের ফলে বোল ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল নেপাল।

আগে ব্যাট করে নেপালের হয়ে ঝড় তোলেন সন্দিপ জোরা ও রশিদ খান। ৪ চার, ৬ ছক্কায় ১৭ বলে ৫৫ রান করে বাধ্যতামূলক অবসরে যেতে হয় রশিদের। ৪ চার ও ৫ ছক্কায় ১২ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন জোরা। তিন নম্বরে নেমে ১ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরে ৭ বলে ৩১ রান করেন লোকেশ বাম।

রান তাড়ায় মাত্র ৩ ওভারে পুরো ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। প্রিয়াঙ্ক পঞ্চল ও ভারত চিপলির ব্যাট থেকে আসে ১২ রান করে। নেপালের পক্ষে মাত্র ৭ রানে ৩ উইকেট নেন রশিদ। এছাড়া বশির আহমেদ ২টি ও রুপেশ সিং নেন ১টি উইকেট। বোল রাউন্ডে ভারতের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here