একটি শুভেচ্ছা বার্তাই স্মার্টফোন হ্যাক হওয়ার কারণ হতে পারে

0
একটি শুভেচ্ছা বার্তাই স্মার্টফোন হ্যাক হওয়ার কারণ হতে পারে

নববর্ষ, জন্মদিনসহ বিভিন্ন আনন্দ উৎসবে মানুষ প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত থাকে, ঠিক তখনই এই উৎসবের আনন্দকে কাজে লাগিয়ে নতুন ধরনের সাইবার প্রতারণার আশঙ্কা তৈরি হয়েছে।  সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন একটি সাধারণ শুভেচ্ছা বার্তাই আপনার স্মার্টফোন হ্যাক হওয়ার কারণ হতে পারে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দেখতে সাধারণ নববর্ষের শুভেচ্ছা বার্তার আড়ালে লুকিয়ে থাকতে পারে মারাত্মক ম্যালওয়্যার, যা আপনার ফোনের নিয়ন্ত্রণ তুলে দিতে পারে হ্যাকারদের হাতে।

কী এই স্ক্যাম

ভারতের হায়দরাবাদ পুলিশ ও তেলেঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো সম্প্রতি এই স্ক্যাম নিয়ে সতর্কবার্তা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতারণা শুধু হোয়াটসঅ্যাপে সীমাবদ্ধ নয়—টেলিগ্রামসহ অন্যান্য জনপ্রিয় মেসেজিং অ্যাপেও এমন বার্তা ছড়ানো হতে পারে।

এই ভুয়া শুভেচ্ছা বার্তাগুলো সাধারণত বন্ধুসুলভ ভাষায় লেখা হয়। অনেক সময় বার্তাটি এমন কারও কাছ থেকে আসতে পারে, যাকে আপনি চেনেন বলে মনে হলেও আপনার কন্টাক্ট লিস্টে নেই। ফলে সন্দেহ না করেই অনেকেই বার্তাটি খুলে ফেলেন। আর সেখান থেকেই শুরু হয় বিপদ।

কীভাবে কাজ করে এই প্রতারণা

এই স্ক্যাম বার্তায় সাধারণত একটি এপিকে ফাইল সংযুক্ত থাকে, যা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করার জন্য বলা হয়। ব্যবহারকারী যদি সেই ফাইলটি ইনস্টল করেন, তাহলে সেটি ফোনের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে গোপনে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে।

এর মাধ্যমে হ্যাকাররা—

ফোনের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে

গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে

ব্যাংকিং ও আর্থিক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করতে পারে

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একবার ফোন হাইজ্যাক হলে হ্যাকার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে একই ভুয়া শুভেচ্ছা বার্তা আপনার কন্টাক্ট লিস্টে থাকা অন্যদের কাছেও পাঠাতে পারে। এতে করে খুব দ্রুত একটি বড় চেইন রিঅ্যাকশন তৈরি হয়।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন

পুলিশ ও সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ নাগরিকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে—

 অচেনা নম্বর থেকে আসা শুভেচ্ছা বার্তা, লিংক বা জিপ ফাইলে ক্লিক করবেন না

কোনও অবস্থাতেই অজানা উৎস থেকে আসা এপিকে ফাইল ইনস্টল করবেন না

হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন

সন্দেহজনক বার্তা পেলেই সেটি রিপোর্ট করুন

একটু সতর্ক থাকলেই এই ধরনের সাইবার হামলা থেকে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সুরক্ষিত রাখা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here