একটানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল জিতল ১০ শিশু

0
একটানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল জিতল ১০ শিশু

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটানা জামাতে নামাজ আদায়ের পুরস্কার হিসেবে শিশু মুসল্লীদের মধ্যে বাইসাইকেল এবং বয়োজ্যেষ্ঠ মুসল্লীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা শ্রীনগর উপজেলার কল্লিগাঁও ফোরকানিয়া জামে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

“এসো আল্লাহর পথে, এসো দ্বীনের পথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কল্লিগাঁও বন্ধু মহল, যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে একটানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু মুসল্লীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে নিয়মিত জামাতে নামাজ আদায়কারী শিশু বিজয়ীদের মধ্যে মোট ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়। একই সঙ্গে বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুসল্লীদের মাঝে উন্নতমানের কম্বল উপহার দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here