‘একজন যোদ্ধা’, ইরফানকে নিয়ে যা বললেন ছেলে বাবিল

0

দেখতে দেখতে বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যুর পাঁচ বছর হয়ে গেছে। বাবার মৃত্যুর দিনে তার জন্য খোলা চিঠি লিখলেন অভিনেতার ছেলে বাবিল খান। জানালেন তার বাবা একজন যোদ্ধা ছিলেন। 

সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে খোলা চিঠিতে বাবিল লিখেছেন, ‘বাবা এই পৃথিবীতে এসেছে, স্রোতের বিপরীতে সাঁতার কেটেছে, যুদ্ধক্ষেত্রে গিয়েছে, লড়াই করেছে সেই সমস্ত প্রতিকূলতার সঙ্গে যা তার সামনে এসেছে। 

‘তিনি চেয়ে বা না চেয়ে একাধিক লড়াই লড়েছেন। আমার বাবা একজন যোদ্ধা ছিলেন যাকে টলানো যেত না, তিনি দেবদূত ছিলেন যিনি হালকা পা ফেলে বাতাসেও হাঁটতে পারতেন।’

বাবিল আরও লিখেছেন ইরফান খানের অভিনয় তার অনুরাগীদের মনে এখনও থেকে গেছে। সেই প্রসঙ্গে বাবিলের ভাষ্য, ‘এমন সমস্ত পারফরমেন্স তিনি উপহার দিয়েছেন যা দর্শকদের মনে থেকে গিয়েছে। তার তেমনি একটি পারফরমেন্স হল পিকু যা আবারও মুক্তি পাচ্ছে। ভালোবাসার সঙ্গে সেটা আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে।’

বাবিল তার একটি ছোটবেলার ছবি পোস্ট করেন যেখানে তাকে এবং ইরফান খান দুজনকে সানগ্লাস পরে থাকতে দেখা যাচ্ছে। ছোট্ট বাবিল বাবার কাঁধে ঝুলছে। 

প্রসঙ্গত, ২০১৮ সালে ধরা পড়ে ইরফান খানের ক্যানসার। ২০২০ সালে ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন ইরফান খান। আগামী ৯ মে পুনরায় মুক্তি পাচ্ছে ইরফান খান, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি পিকু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here