শুরু হয়েছে ভারতের জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজন। আর নতুন সিজনের প্রথম পর্বেই করণের আমন্ত্রণে হাজির হন বলিউডের প্রভাবশালী জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রথম এপিসোডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন করণ।
সেখানে একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা। আর সেই সিনেমার তারকা লিস্টে নাম রাখলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার মধ্যরাতে শুরু হয়েছে কফি উইথ করণের নতুন সিজন। এরই প্রথম পর্বে রণবীর সিং ও দীপিকার সামনে করণ জোহর জানিয়ে দিলেন খুব শিগগিরই তিনি রাজ কাপুরের ‘সঙ্গম’ সিনেমার রিমেক করতে চলেছেন।