একইদিনে মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল

0
একইদিনে মাঠে গড়াচ্ছে আইপিএল ও পিএসএল

২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র তিন সপ্তাহ পরে একই তারিখে মাঠে গড়াবে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

আইপিএলের ১৯তম আসর এবং পিএসএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ। আইপিএল চলবে ৬৭ দিন ধরে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। অন্যদিকে, পিএসএল অনুষ্ঠিত হবে ৩৯ দিনব্যাপী এবং ফাইনাল হবে ৩ মে।

আজ (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল মিনি-নিলাম। পিএসএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদে, সেখানে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা হবে। ২০২৬ পিএসএলে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।

গত বছর থেকেই দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ একই সময়ে মাঠে গড়াচ্ছে। তবে একে অপরের সময়সূচির সঙ্গে সংঘর্ষ হওয়ায় কোনো কোনো খেলোয়াড় একাধিক টুর্নামেন্টের মধ্যে বেছে নিতে বাধ্য হচ্ছেন। উদাহরণস্বরূপ, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি এবং ইংল্যান্ডের ডেভিড উইলি আইপিএলের পরিবর্তে পিএসএলে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here