এএইচএফ কাপ হকি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের জার্সি উন্মোচন

0

ইন্দোনেশিয়ার জাকার্তা অনুষ্ঠাতব্য ‘এএইচএফ কাপ জাকার্তা ২০২৫’ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। আগামী ১৭-২৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

এতে অংশগ্রহণ উপলক্ষ্যে শনিবার ঢাকার বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আর নয়টি দল ওমান, চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টটি এশিয়া কাপ-২০২৫ এর কোয়ালিফাইয়ার টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। 

অতীতে এই টুর্নামেন্টে বাংলাদেশ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এবারও ভালো ফলাফলের আশা রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষ্যে শীর্ষস্থানীয় কোচিং প্যানেলের অধীনে গত ২৫ ফেব্রুয়ারি থেকে আগামীকাল রবিবার পর্যন্ত প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। তিনি এই টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here