এই আত্মবিশ্বাস এশিয়া কাপ ও বিশ্বকাপেও চান সাকিব

0

ওয়ানডেতে পরাজয়ের বেদনা টি-টোয়েন্টিতে বেশ ভালোভাবেই ঘুচিয়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে দুই ম্যাচের সিরিজে দুইটাতেই জিতেছে সাকিব আল হাসানের দল। হারানো আত্মবিশ্বাসও তাই হয়েছে চাঙা।

টাইগারদের এরপরের বড় মিশন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এই দুই আসরই অনুষ্ঠিত হবে এশিয়ার কন্ডিশনে। ফলে টি-টোয়েন্টি আর ওয়ানডে দুই ধাঁচের খেলা হলেও আফগানদের হারানোর অভিজ্ঞতা আসন্ন দুই বড় আসরে কাজে লাগবেই।

আফিফ হোসেনকে ওপেনিংয়ে তাওহিদ হৃদয়কে চারে পাঠানোর কারণও জানিয়েছেন সাকিব। বলেছেন, ‘আমি ও কোচিং স্টাফরা মিলে চেয়েছিলাম, তরুণেরা বেশি সময় ধরে ব্যাটিং করুক, ম্যাচটা শেষ করুক।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here