‘এইডস টিবি থেকে বেশি মৃত্যু ভাইরাল হেপাটাইটিসে’

0

এইডস, টিবি, ম্যালেরিয়া থেকে বেশি মৃত্যু হয় ভাইরাল হেপাটাইটিসে। বিশ্বে প্রতি বছর ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যান ১৪ লক্ষ মানুষ। এই রোগের চিকিৎসা অনেক ব্যয় বহুল। তাই সচেতনতা সৃষ্টি করে এই রোগ প্রতিরোধ করে লাখো মানুষের জীবন বাঁচানো সম্ভব। সোমবার কুমিল্লা লিভার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানানো হয়। 

কুমিল্লা ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইজাজুল হক। এতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ডা. ফরহাদ আবেদীন। কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন আবদুল হালিম মোল্লা।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস মুক্ত বিশ্ব গড়তে ২০১৭ সালের ২০ জুলাই কুমিল্লা লিভার ক্লাব তার যাত্রা করে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লিভার রোগ সম্পর্কে মানুষকে সচেতন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here