এআই সৃষ্ট চিত্র সংরক্ষণে চ্যাটজিপিটির নতুন উদ্যোগ

0

যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এখন চ্যাটজিপিটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চোখধাঁধানো ছবি তৈরি করা যায়। অনেকেই তাদের কল্পনা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কনসেপ্টচিত্র তৈরি করছেন চ্যাটজিপিটির মাধ্যমে। এসব এআই-চিত্র একত্রে সাজিয়ে রাখার জন্য এবার চ্যাটজিপিটি চালু করেছে নতুন ‘লাইব্রেরি’ ফিচার, যা ছবিগুলো সহজে খুঁজে পাওয়া এবং সংরক্ষণের সুযোগ করে দেবে।

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের তৈরি এআই ছবিগুলো একই জায়গায় সংগঠিতভাবে দেখতে ও সংরক্ষণ করতে পারবেন। ওপেনএআই জানিয়েছে, নতুন এই সুবিধাটি শুধু প্রিমিয়াম গ্রাহকদের জন্য সীমাবদ্ধ নয়—চ্যাটজিপিটির প্লাস ও প্রো সংস্করণের পাশাপাশি বিনা মূল্যের ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। ধাপে ধাপে এই ফিচারটি চ্যাটজিপিটির অ্যাপ এবং ওয়েব উভয় সংস্করণেই চালু করা হবে।

এক ভিডিও বার্তায় এই নতুন ফিচারের ব্যবহারবিধি তুলে ধরেছে ওপেনএআই। সেখানে দেখা গেছে, চ্যাটজিপিটির সাইডবারে যুক্ত হয়েছে ‘লাইব্রেরি’ নামে একটি নতুন বিভাগ। ওই অংশে ক্লিক করলেই নির্দিষ্ট ব্যবহারকারীর তৈরি এআই ছবিগুলো গ্রিড আকারে পর্দায় ফুটে উঠছে। এ ছাড়া স্ক্রিনের নিচের দিকে রয়েছে একটি বোতাম, যেখান থেকে সরাসরি নতুন ছবি তৈরি করার অপশন চালু করা যাবে। ওপেনএআই জানিয়েছে, খুব শিগগিরই ওয়েব সংস্করণেও ফিচারটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

চ্যাটজিপিটির এই নতুন লাইব্রেরি ফিচার ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নিজস্ব চিন্তা ও কল্পনায় তৈরি ছবিগুলো একত্রে রাখা এবং যেকোনো সময় খুঁজে পাওয়ার সুবিধায় নিয়মিত চিত্র নির্মাতা ব্যবহারকারীরা আরও বেশি উপকৃত হবেন। এতে করে কল্পনার রঙে আঁকা ডিজিটাল চিত্রকলার জগতে নতুন মাত্রা যোগ হবে চ্যাটজিপিটির মাধ্যমে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here