এআইয়ের মাধ্যমে তৈরি পণ্যে জলছাপ যুক্ত করছে মেটা

0

 ‘টেক্সট-টু-ইমেজ’ চ্যাটবট ইমাজিন উইথ মেটা এআইতে জলছাপ যোগ করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটবটে এ সুবিধাটি যুক্ত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মে স্বচ্ছতা বাড়াতে নতুন এই পরিকল্পনা গ্রহণ করছে মেটা। মেটা জানায়, ‘ভবিষ্যতে এআইয়ের মাধ্যমে তৈরি ছবিতে জলছাপ সংযুক্ত করা হবে। এটি অন্যান্য ছবি সংশ্লিষ্ট কাজ যেমন—ক্রপ করা বা স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।’ 

সম্প্রতি পছন্দ মতো ছবি তৈরির এআই ‘ইমাজিন উইথ মেটা’ উন্মোচন করে মেটা। এর ব্যবহারকারীরা নিজের ভাষায় কেবল কী ছবি বানাতে চান তা বর্ণণা করলেই হবে, বাকিটা করবে এআই। আপনি যেমন ছবি চান মোটামুটি সেরকম একটি কৃত্রিম ছবি আপনার সামনে হাজির করবে ইমাজিন উইথ মেটা। এটা কাজ করবে টেক্সট–টু–ইমেজ হিসেবে, অর্থাৎ ব্যবহারকারীরা কী ছবি চান তা লিখে দিলেই বানিয়ে দেবে মেটার ইমাজিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here