ঋষি সুনাককে হোয়াইট হাউসে আমন্ত্রণ বাইডেনের

0

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে আগামী জুনে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট এ আমন্ত্রণ জানান।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও জানানো হয়, দুই নেতা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার জন্য আলোচনা করেন।

সুনাকের সঙ্গে বৈঠক শেষে বাইডেন আরও বলেন, তিনি আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন। আগামী ১০ এপ্রিল গুড ফ্রাইডে শান্তি চুক্তির ২৫তম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি চলছে সেখানে।

সান দিয়েগোতে তিন-দেশের জোটের অংশ হিসেবে সাবমেরিন-প্রযুক্তি শেয়ার করার পরিকল্পনার জেরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে যোগ দেন তারা।

পারমাণবিক সক্ষমতার পরবর্তী প্রজন্মের সাবমেরিনের একটি বহর তৈরির পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও অস্ট্রেলিয়া। সোমবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ওই চুক্তির বিস্তারিত প্রকাশ করেন তিনটি দেশের প্রধানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here