ঋণের দায় নিয়েই প্রাণ হারালেন ইজিবাইকচালক সাগর

0
ঋণের দায় নিয়েই প্রাণ হারালেন ইজিবাইকচালক সাগর

জীবিকা নির্বাহের আশায় ঋণ করে কেনা ইজিবাইকই ছিল পরিবারের একমাত্র ভরসা। সেই ইজিবাইকের কিস্তি পরিশোধের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চালক সাগর বেপারী। স্বামীকে হারিয়ে দুই শিশুসন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাঁর স্ত্রী মাহফুজা বেগম।

নিহত সাগর বেপারী মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে। তিনি ঘটকচর এলাকার একটি গুচ্ছগ্রামে স্ত্রী ও দুই ছেলে—আব্দুল্লাহ (৭) ও ইউসুফ (৩)—কে নিয়ে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে সাগর প্রথমে ভ্যানগাড়ি চালাতেন। প্রায় তিন বছর এ পেশায় থাকার পর যাত্রী সংকট দেখা দিলে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি ইজিবাইক কেনেন। ইজিবাইক চালিয়ে সংসারের খরচ চালানো ও সন্তানদের পড়াশোনার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। দুর্ঘটনায় ইজিবাইকটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঋণের বড় একটি অংশ এখনো অপরিশোধিত রয়েছে।

রবিবার সন্ধ্যায় ঘটকচর এলাকা থেকে যাত্রী নিয়ে মস্তফাপুরের দিকে যাওয়ার পথে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকচালক সাগর বেপারীসহ মোট সাতজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

নিহতের বাবা জসিম বেপারী বলেন, ছেলে কিস্তিতে প্রায় দেড় লাখ টাকায় ইজিবাইক কিনেছিল। ঋণের টাকা এখনো শোধ করা হয়নি। ছেলেটা চলে যাওয়ার পর পরিবার নিয়ে আমরা দিশেহারা।

নিহতের ফুপু রেহেনা বেগম বলেন, সাগর খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। কারও সঙ্গে খারাপ ব্যবহার করত না। এত অল্প বয়সে এভাবে চলে যাবে, ভাবতেই পারিনি।

নিহতের স্ত্রী মাহফুজা বেগম বলেন, সংসার চালানোর জন্য কিস্তিতে ইজিবাইক কিনেছিল। এখন আমার দুটি ছোট ছেলে আছে। স্বামী নেই, আয় নেই, ঋণের বোঝা আছে। কীভাবে চলবো বুঝতে পারছি না।

স্থানীয় সূত্র জানায়, একই দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে ইজিবাইকচালক ছিলেন সাগর বেপারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here