ঋণের দায়ে এক যুবকের আত্মহত্যা অভিযোগ

0

মানিকগঞ্জে ঋণের টাকা শোধ করতে না পারায় মো. মাসুদ রানা (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মৃত মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দেরগ্রাম এলাকায়। তিনি এই গ্রামের সাখাওয়াত হোসেনের (শাহাদত) ছেলে। মাসুদ স্থানীয় ম্যাক্স নামক একটি কোম্পানিতে চাকরি করতেন।

মৃত যুবকের বাবা সাখাওয়াত হোসেন বলেন, রাতে ছেলে ও তার ছেলের বউ তাদের ঘরেই ঘুমায়। ভোরে তার ছেলের স্ত্রীর চিৎকারে ঘুম ভেঙে উঠে তাদের ঘরে গিয়ে দেখি আমার ছেলে ফ্যানের সাথে ঝুলে রয়েছে।

তিনি আরও বলেন, আমার ছেলে বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ করেছিলো। এই বিষয়টি আমার জানা ছিল না। আমার ছেলে মাসখানেক ধরে তাদের কিস্তির টাকা দিতে না পারায় এনজিওর লোকজন আমার বাড়িতে এসে আমার ছেলেকে টাকার জন্য চাপ দেয় এবং আমাকেও জানায়। ঋণের টাকার চাপেই তার ছেলে আত্মহত্যা করেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মাসুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here