চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের কিস্তি দেয়া নিয়ে দ্বন্দ্বে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আজিবার রহমান। নিহত মেয়ে মর্জিনা খাতুন (৩৫)।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, মর্জিনা খাতুনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রেকসোনার দুই হাত জখম হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে।
এসআই ইমরান হোসেন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আজিবার রহমান পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।