ঋণখেলাপিদের চিহ্নিত করতে প্রার্থীদের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার জারি করে গতকাল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। 

এতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য প্রদানের লক্ষ্যে সব প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) বাংলা ও ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি), করদাতা শনাক্তকরণ সংখ্যা (টিআইএন), জন্মতারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা সংবলিত তথ্য নির্দিষ্ট ছক অনুযায়ী যথাযথভাবে পূরণ করে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here