উৎসবের আমেজে নুসরাত-সজলের ‘কন্যা’

0

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জ্বীন ৩’ সিনেমার প্রথম গান ‘কন্যা’ প্রকাশ হয়েছে। নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল জুটিকে এই গানে পাওয়া গেছে উৎসবের আমেজে।

জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজে প্রচার হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সংগীতায়োজন করেছেন ইমরান।

গানের ভিডিওচিত্রে দোল উৎসব, গ্রামীণ মেলা, রং-বেরঙের মুখোশ পরে নববর্ষ উদযাপনের দৃশ্য উঠে এসেছে। লাল শাড়ি ও বসন্তের রঙে সাজতে দেখা গেছে নুসরাতকে। আর সজল পরেছেন সাদা পাঞ্জাবি।

‘জ্বীন ৩’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।  ‘জ্বীন ৩’ সিনেমা দিয়ে অর্ধযুগ পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন ফারিয়া।‘জ্বীন ৩’ সিনেমায় আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, নাদের চৌধুরীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here