বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকালে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দু’বারের সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক (নারিকেল গাছ প্রতিক) ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু (হ্যাঙ্গার প্রতীক)। এছাড়া ব্যবসায়ী হামদান মন্ডল (জগ) ও আব্দুল খালেক (মোবাইল ফোন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।