উৎপাত থেকে বাঁচতে ফাঁদ পেতে ধরা হলো মেছোবাঘ

0

সিলেটের বিশ্বনাথে ফাঁদ পেতে মেছোবাঘ আটক করেছেন এক মৎস্য চাষি। পৌরসভার সুড়িরখাল গ্রামে নিজ মৎস্য খামার থেকে এটিকে আটক করেন চাষি সুয়েব আহমদ। 

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে খামারের পুকুর পাড়ে তার পাতা ফাঁদে আটকা পড়ে প্রায় তিন ফুট লম্বা ও দুই ফুট উচ্চতার বাঘটি। খামারের মাছ কমে যাওয়ায় ও পুকুর পাড়ে মাছের কাঁটা দেখে, এর আগের রাতে ওই ফাঁদ পেতেছিলেন তিনি। 

সুয়েব আহমদ জানান, খামারের পাড়ে প্রায়ই মাছের কাটা পড়ে থাকতো। দিনে দিনে কমছিল মাছের সংখ্যা। এছাড়া গ্রামের অনেকের হাঁস-মোরগেরও হদিস মিলছেনা কয়দিন থেকে। কিছুদিন পূর্বে এ বাঘটিকে তাড়া করেছিলেন গ্রামবাসি। গত রাতে আমি আমার খামারের পাড়ে মোরগের নাড়িভুরি দিয়ে একটি লোহার ফাঁদ পেতে রাখি।
ভোরে গিয়ে দেখি খাঁচাবন্দী হয়েছে মোছোবাঘ।

সিলেট বন বিভাগের পিএম বারিন্দ্র কর ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, আটক মেছোবাঘটি আমরা উদ্ধার করে সিলেট খাদিম পাহাড়ে অবমুক্ত করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here