বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় আব্দুল মান্নান (৩২) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো তিনযাত্রী আহত হয়েছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার রতন কাওয়াক গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অটোভ্যানটি যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান মারা যায়। সংবাদ পেয়ে আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে পাঠানো হয়। মরদেহ তার পরিবারের লোকজন নিয়ে গেছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।