পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ঢুকে আসে একদল ময়ূর, যা বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতির। স্থানীয়রা শিকার করার চেষ্টা করলে একদল ময়ূর উড়ে পালিয়ে গেলেও আহত অবস্থায় একটি ময়ূর উদ্ধার করা হয়।
রবিবার সকালে উলিপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগ ময়ূরটিকে উদ্ধার করে। পরে এটি রংপুর বন বিভাগে পাঠানো হয়, বর্তমানে সেখানে এর সেবা ও যত্ন নেওয়া হচ্ছে।
স্থানীয় ও বন বিভাগের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী ভুট্টা ক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান স্থানীয়রা। কয়েকজন মিলে ধরার চেষ্টা করলে ময়ূরটি ভুট্টা খেতে ব্যবহৃত জালে আটকা পড়ে। এরপর এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজের বাড়িতে রাখেন। খবর পেয়ে রবিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।
রংপুর বিভাগীয় বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় জানান, যে ময়ূর উদ্ধার করা হয়েছে, এটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিলুপ্ত প্রজাতির মধ্যে পড়ে।
সদর উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ময়ুরটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আগের তুলনায় অনেকটা সুস্থ। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটি কোনো সাফারি পার্কে পাঠানো হবে।
এ ধরনের উদ্ধার কার্যক্রম বন্যপ্রাণীর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বিলুপ্ত প্রজাতির পুনরুদ্ধারে সহায়ক হবে বলে বন বিভাগ আশা করছে।

