উরুর চোটে মাঠের বাইরে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল

0
উরুর চোটে মাঠের বাইরে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল

ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিলের হয়ে খেলার সময় উরুতে চোট পাওয়ায় কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল। এ তথ্য জানিয়েছেন আর্সেনালের প্রধান কোচ মিকেল আর্তেতা। 

গত সপ্তাহে এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিরুদ্ধে প্রীতি ম্যাচে দৃশ্যত অস্বস্তি নিয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। এর তিন দিন পর তিউনিসিয়ার বিপক্ষে ড্র হওয়া ম্যাচেও তিনি খেলতে পারেননি।

এই মৌসুমে আর্সেনালের রক্ষণভাগে অসাধারণ ফর্মে রয়েছেন গ্যাব্রিয়েল। ইপিএলে এখন পর্যন্ত মাত্র পাঁচ গোল হজম করেছে আর্সেনাল। আর্সেনালকে টেবিলের শীর্ষে চার পয়েন্টের লিড নিতে সাহায্য করেছে।

কোচ আর্তেতা বলেন, গ্যাবি কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকতে চলেছে। এই ডিফেন্ডারের আগামী বুধবার আরেকটি স্ক্যান করা হবে, যা থেকে তিনি ঠিক কতদিনের জন্য বাইরে থাকবেন, তার একটি স্পষ্ট সময়সীমা জানা যাবে।

আগামী রবিবার নজর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামকে আতিথ্য দেবে আর্সেনাল। সেই ম্যাচকে কেন্দ্র করে গ্যাব্রিয়েলের বিকল্প হিসেবে পিয়েরো হিনক্যাপি এবং ক্রিস্টিয়ান মসকেরাকে আর্সেনালের রক্ষণভাগে দেখা যেতে পারে।

আর্তেতা বলেন, “এটি স্পষ্টতই একটি ধাক্কা, কারণ সে আমাদের রক্ষণভাগের নেতা। আর আমার জন্য এটা কখনোই ইতিবাচক বিষয় নয়। তবে ভালো দিক হলো আমাদের খুব ভালো বিকল্প আছে এবং এখন অন্যদের এগিয়ে এসে কাজটি করতে হবে।”

২০২০ সালে ২১.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব লিঁলে থেকে আসা গ্যাব্রিয়েল এই মৌসুমে আর্সেনালের ১১টি প্রিমিয়ার লিগ ম্যাচের সবকটিতেই শুরু থেকে খেলেছেন।

এদিকে, ইন্টারন্যাশনাল ব্রেকে হিপের সমস্যার ইতালির ডিফেন্ডার রিক্কার্দো ক্যালিফিওরি টটেনহ্যাম ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। রক্ষণভাগে এই দুই তারকাকে ছাড়া টটেনহ্যাম ম্যাচটি কঠিনই হতে চলেছে আর্সেনালের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here