এবার ভারতের আলোচিত মডেল উরফি জাভেদের পার্টিতে দেখা গেল আরেক আলোচিত নায়িকা রাখি সাওয়ান্তকে।
মাঝখানে স্বামী আদিল খানের সাথে বনিবনা না হওয়া আর লাগাতার ঝগড়ায় টক অব দ্য টাউন ছিলেন রাখি।
দুজনেই নানা বিতর্কে জড়িয়ে বার বার উঠে এসেছেন শিরোনামে, তবুও পরোয়া নেই। জীবনের নতুন পর্বে রাখিও হালকা হতে চাইছেন উরফির সাহচর্যে।
ছবি তো তুললেনই রাখি, একটু নাচলেনও। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উরফি সেজেছিলেন ভিন্ন রকম সাদা পোশাকে। রাখির পরনে ছিল নকশা করা কালো শাড়ি।