উদযাপন করতে গিয়ে সতীর্থকে চড়

0

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর দশম আসরে এক রোমাঞ্চকর ম্যাচে জয় পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন মুলতান সুলতান্সের তরুণ পেসার উবায়েদ শাহ। তবে সেটা তার বোলিং পারফরম্যান্সের জন্য নয়, বরং উদযাপনের নামে সতীর্থকে ‘চড় মারার’ কাণ্ডে।

গত ২২ এপ্রিল মুলতান ক্রিকেট স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে ঘটে এই অদ্ভুত ঘটনাটি। লাহোরের ইংলিশ ব্যাটার স্যাম বিলিংসকে আউট করে আবেগে ভেসে যান উবায়েদ শাহ। এরপর উইকেট উদযাপনে লাফিয়ে উঠে ঘুরিয়ে হাত তুলতেই দলীয় সতীর্থ উসমান খানের মাথায় চড় বসে যায়!

উসমান খানের মাথায় তখন ছিল একটি হ্যাট, তবে হেলমেট ছিল না—ফলে মুহূর্তেই চমকে ওঠেন মাঠের খেলোয়াড়রা। দ্রুত মেডিকেল টিম মাঠে প্রবেশ করে। সৌভাগ্যবশত, উসমান খান গুরুতর আঘাত পাননি এবং আঙুল তুলে ইঙ্গিত দেন, ‘আমি ঠিক আছি’।

এই মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং অনেকেই বিষয়টিকে ‘অপ্রত্যাশিত কিন্তু মজার দুর্ঘটনা’বলেই ব্যাখ্যা করেন। তবে ঘটনার জন্য উবায়েদ শাহ পরে ক্ষমা চান বলে জানা গেছে।

এই ম্যাচে উবায়েদ শাহ বল হাতে ৪ ওভারে ৩টি উইকেট নিয়ে মুলতানের জয়ে বড় অবদান রাখেন।

মাঠের এমন দুর্ঘটনা অনেক সময় দৃষ্টিকটু হলেও, সতীর্থের প্রতি অসাবধান আবেগের বহিঃপ্রকাশ হিসেবে বিষয়টি দেখছেন ক্রিকেটপ্রেমীরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here