উদযাপন করতে গিয়ে ইনজুরিতে মহারাজ, বিশ্বকাপে অনিশ্চিত

0

উইকেট উদযাপন কাল হলো কেশভ মহারাজের জন্য। বাম অ্যাকিলিস টেন্ডন ফেটে যাওয়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার। ঝুঁকিতে পড়ল তার আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন শনিবার (১১ মার্চ) ওই চোট পান মহারাজ। লাঞ্চ বিরতির আগে তার বলে এলবিডব্লিউ হন কাইল মেয়ার্স। মাঠের আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। এরপরই উদযাপন করতে গিয়ে পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মহারাজ। তাকে মাঠের বাইরে নেওয়া হয় স্ট্রেচারে করে। 

২০১৭ সালে ওয়ানডে অভিষেকের পর এই সংস্করণে মহারাজ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন কেবল ২৭টি। তার বড় ভূমিকা টেস্ট দলে। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এক ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। 

আগামী অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ হবে ভারতে। সেখানকার কন্ডিশন শ্রীলঙ্কার মতোই। ফলে বিশ্বকাপ দলের বিবেচনায় মহারাজ থাকতেন ভালোভাবেই। কিন্তু এই চোট তাকে ফেলে দিল ঝুঁকিতে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here