উদযাপনের খেসারত, এক ম্যাচ নিষিদ্ধ চেলসি কোচ

0
উদযাপনের খেসারত, এক ম্যাচ নিষিদ্ধ চেলসি কোচ

লিভারপুলের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের উল্লাস শেষ পর্যন্ত চেলসি কোচ এনজো মারেস্কার জন্য বিপদ ডেকে আনল। অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে এবং সঙ্গে জরিমানা করেছে আট হাজার পাউন্ড।

গত ৪ অক্টোবর স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তে এস্তেভাও’র গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারায় চেলসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সেই জয়সূচক গোলের পর মারেস্কা ডাগআউট থেকে ছুটে গিয়ে কর্নার ফ্ল্যাগের পাশে খেলোয়াড়দের সঙ্গে উদ্দামভাবে উদযাপন করেন।

রেফারি সঙ্গে সঙ্গে তাকে একটি হলুদ কার্ড দেখান, যা ছিল তার দ্বিতীয় হলুদ, ফলে তাকে মাঠ থেকে বহিষ্কার হতে হয়। ম্যাচের পর এফএ তার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অনুপযুক্ত আচরণ করার অভিযোগ আনে।

বুধবার (১৫ অক্টোবর) এফএ এক বিবৃতিতে জানায়, মারেস্কা অভিযোগ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। ফলে আগামী ১৮ অক্টোবর প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে টাচলাইনে দেখা যাবে না চেলসি কোচকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here