উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যে ৬ যুদ্ধ জাহাজ মোতায়েন চীনের

0

হামাস-ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই অঞ্চলে ছয়টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঠানো ‍যুদ্ধ জাহাজের মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজ জিবোও রয়েছে। এর আগে গত শনিবার (১৪ অক্টোবর) চীনা সেনাবাহিনীর এসব যুদ্ধ জাহাজ অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে মাস্কাট উপকূল ছেড়ে যায়।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে বর্তমানে উত্তেজনা চরমে। ইসরায়েলের সহায়তায় এরই মধ্যে সেখানে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ও দুই হাজার নৌসেনা মোতায়ের করেছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ছাড়া ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বা বেসামরিক বিমান পাঠিয়েছে। অন্যদিকে চীন বিমান না পাঠালেও নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট ধরে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ অবরুদ্ধ গাজা উপত্যকা পেরিয়ে অঞ্চলটির অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার কথা বেশ জোর দিয়েই। এমন উত্তেজনাকর পরিস্তিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধ জাহাজ মোতায়েন করল চীন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here